ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার,
ময়মনসিংহ ব্যুরো।
অদ্য রবিবার (০৫ জুন) বিকেলে
জামালপুর শহরের ফুলবাড়িয়ায় পিটিআই গেইট সংলগ্ন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)’র হল রুমে স্টেপস্ টু ওয়ার্ডস ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে এবং পিএমইউএস এর নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন শপথ এর সার্বিক তত্বাবধানে ‘বাংলাদেশের সীমান্তবর্তী ৩২টি জেলার মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ’ বিষয়ক জামালপুর জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক, মানবাধিকার কর্মী এম.এইচ মজনু মোল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও (এসপিকে) ‘র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক রতন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক স্বাধীন চৌধুরী।
সহযোগিতায়ঃ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহনা নাসরিন।
এসময় আরও উপস্থিত ছিলেন-
বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক ও মানবাধিকার কর্মী ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী নাসির উদ্দিন মিলন, আবৃত্তি প্রশিক্ষক সারমিন সারা, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান, এসডিওর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম সরকার, তোফায়েল তপু, মোঃ আব্দুল লতিফ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তাগণ মানবদেহে মাদকের কুফল ও পরিবার, সমাজ এবং রাষ্ট্রে মাদকের ভয়াবহ ছোবলের নানাবিধ বিষয় তুলে ধরে মাদকের কুফল নিরোধে করনীয় সহ বিশদ আলোচনা করেন এবং মাদক নিয়ন্ত্রণে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের সুফল সম্পর্কে আলোকপাতের পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।