নবী মাহমুদ –
“এসো নবীন দলে দলে’ মানবতার কল্যাণে”
এই শ্লোগান বুকে ধরে একটি অরাজনৈতিক মানবিক সংগঠন “মানবতার প্লাটফর্ম জামালপুর”
এ সংগঠনটির আজ প্রথম জন্মদিন
“মানুষ মানুষের জন্য মানব সেবাই পরম ধর্ম”
২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে জামালপুর জেলায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটা সংগঠনের কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকে এই সংগঠনটি ও তার ব্যতিক্রম নয়।
আমরা যে সকল লক্ষ্য নিয়ে কাজ করি……
এক: দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ দেওয়া যেমন :বই, খাতা, পেন্সিল, ব্যাগ ইত্যাদি কিনে দেওয়া
দুই:দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া করতে আর্থিক সহায়তা বৃত্তি প্রদান করা
তিন: পথশিশুদের প্রাথমিক পর্যায়ে শিক্ষা দিয়ে বিদ্যালয় ভর্তি করা
চার: দরিদ্র অসুস্থ রোগীকে সাহায্য করা
পাঁচ:গরীব ও এতিম বাচ্চাদের সহায়তা করা
ছয়: গরীব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা
সাত:সেচ্চায় রক্তদান ও রক্তদানের সবাইকে উৎসাহিত করা
আট:রক্তদাতা ও রক্ত সংগ্রহকারী মাঝে সংযোগ ঘটানো আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখা
নয়: এছাড়াও বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কাজ করা।
“আজ সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা,উপদেষ্টা,ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল মানবিক কর্মী সহ অসহায় পথচারী শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়েই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং আজ এই উৎসব মূখর দিনে তাদের মুখে একটু হাসি ও পেট পুরে খাওয়ানোর জন্য অসহায় পথচারী শিশুদের মুখে তুলে দেওয়া হয় ভালো কিছু খাবার। “তাদের এইটুকু হাসিতেই ভরে গেছে আমাদের মনপ্রাণ”। সেই সাথে বাৎসরিক কার্যদক্ষতার উপর ভিত্তি করে অনেকের হাতে তুলে দেওয়া হয় #সম্মাননা_স্মারক” ক্রেস্ট। তাদের এই নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমই সংগঠনের আজকের এই অগ্রগতি। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে উন্মুক্ত রচনা প্রতিযোগিতা দেওয়া হয় এবং প্রতিযোগীদের মধ্য থেকে ১ম ও ২য় জন কে পুরস্কৃত করা এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সভাপতি বিদায়ী ভাষনের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান টি শেষ করেন।
“মানুষ মানুষের জন্য, মানব সেবাই পরম ধর্ম “মানবতার মধ্যেই নিহিত আছে প্রকৃত সুখ ও আত্মতৃপ্তি।
আমাদের এই অদম্য পথ যাত্রায় আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা একান্তই কাম্য।
কৃতজ্ঞতায়
মোঃ মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা
ও
সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
মানবতার প্লাটফর্ম জামালপুর