মিসবাহ ইরান, কক্সবাজার,
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবা সহ এক মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গত কাল, ০২ ফেব্রুয়ারী, মঙ্গলবার, রাত অনুমান ৮ টার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম অভিযান চালিয়ে সদর মডেল থানাধীন কলাতলী বাস টার্মিনাল এলাকা হতে ঐ মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী রশিদা বেগম (৪৫), টেকনাফ
শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার, জহির আহমদ এর স্ত্রী বলে জানা যায়।
এইসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১,৯৫০ (এক হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করেন জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের এক উর্ধতন কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।