স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠিতে ৪ নং পালবাড়ি পৌর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও সাম্ভব্য কাউন্সিল প্রার্থী আজাদ রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে। রাত ৯ টার দিকে আরদ্দার পট্টি এলাকার হরিসভা মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর থানায় আনা হলে তাকে কারা কুপিয়েছে তা মৌখিকভাবে জানিয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে। তার দুই পা এবং এক হাতের রগ কেটে দিয়েছে, চিকিৎসকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আহত আজাদ রহমানের পরিবার।
এ বিষয়ে সদর থানার ওসি খলিলুর রহমান জানান, অভিযোগে পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এএসআই সঞ্জয় বলেন আজাদ রহমানকে থানায় আনা হলে মৌখিক অভিযোগ শুনে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেহ লিখিত অভিযোগ করেনি।