আঃজলিলম,স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজানুল উপলক্ষে ও পবিত্র ঈদল ফিতরের আগমনী লক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন এর কুলবাড়ীয়া শংকরপুর বি,কে,হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ পড়ুয়া ছাত্রদের নিয়ে এলাকা বাসীর পক্ষ থেকে ও সুধিজনের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ইংরেজি (১লা মে রবিবার)বিকাল ৫ঘটিকার সময় কুলবাড়ীয়া শংকরপুর বি,কে, হাফিজিয়া মাদ্রাসার কক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুলবাড়ীয়া শংকরপুর বিকেএস হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে ও হাফেজ মাওঃ মোঃ আসানুর রহমান(রানা)ও হাফেজ নুরুল্লাহার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি আনুষ্ঠানিকতার মধ্যে মধ্ দিয়ে কার্যক্রম শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কুলবাড়ীয়া শংকরপুর বি,কে হাফিজিয়া মাদ্রাসার সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স ডাঃ মোঃ গোলাম ফারুক।
বিশেষ অতিথির উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রহিম পশারি,আওয়ামী নেতা, আনোয়ার হোসেন, কুলবাড়ীয়া ২নং ওয়ার্ডের মেম্বার ওজিয়ার রহমান।
এছাড়া অন্যন্যোদের মধ্যে উপস্হিত ছিলেন,বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মোঃআঃ ছাত্তার ,আসাদুল আলম,এনামুল হক লাল্টু,মাষ্টার আশরাফ আলী, শহিদুল ইসলাম(মিরু),অধ্যাপক, ইসমাইল হোসেন জাহাঙ্গীর আলম,মাষ্টার রুহুল কুদ্দুস, মাষ্টার আসানুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, বোরহান উদ্দিন সোহাগ, কামাল হোসেন(আরমি) সাংবাদিক আঃজলিল,আঃছামাদ,শাওন, জিয়াদুল ইসলাম, প্রমূখ।
প্রেরক,
আঃজলিল