ঢাকাবৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০
৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ২১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মাটিচাপা লাশ উদ্ধার

আশরাফুল আলম শাকিল--
ডিসেম্বর ১৭, ২০২০ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের চররূপদাহ গ্রামে নিখোঁজের ৭ দিন পর রিপন হোসেন (৩৫) নামের এক কৃষকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সকালে তার বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপন হোসেন ওই গ্রামের মৃত বারিক বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের ডোবায় কৃষক রিপনের মাটিচাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মাটিচাপা দেওয়া অর্ধ-গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হয় সে। এ ঘটনায় পরদিন নিহতের দুলাভাই শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরী করে। কৃষক রিপন দীর্ঘদিন মালেশিয়ায় ছিল। ২ বছর আগে দেশে ফিরে চাষাবাদ শুরু করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার ক্লু-উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারে কাজ চলছে। আশাকরি দ্রুতই দোষিরা গ্রেফতার হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।