রেজানুর ইসলাম,
গাজীপুর থেকে
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি গাজীপুর জেলার প্রাচীন স্কুলগুলোর মধ্যে অন্যতম। ১৯৪৭ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৯১ সালে মহিলা কলেজ শাখা চালু হয়। গাজীপুর-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর দিক নির্দেশনা, বর্তমান অধ্যক্ষ জনাব আলাউদ্দিন মিয়ার যোগ্য নেতৃত্ব ও সকল শিক্ষক, শিক্ষিকা, প্রভাষক, প্রভাষিকার অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন পাবলিক পরীক্ষায় চমকপ্রদ ফলাফলের মাধ্যমে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ গাজীপুরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর সার্বিক সহযোগিতা ও গভর্নিং বডির সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বর্তমানে গাজীপুরের একটি দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান। ০৬/১২/২০২০ তারিখ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের নব গঠিত পরিচালনা পর্ষদ(এডহক কমিটি)এর সম্মানিত সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়নাল আবেদীন বি এ ,অভিভাবক প্রতিনিধি,জনাব খ ম আরশেদ আলম,শিক্ষক প্রতিনিধি,জনাব মো : কামাল হোসেন এবং সদস্য সচিব অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া নতুন দায়িত্ব গ্রহণ করায় সকল শিক্ষক,শিক্ষিকা, প্রভাষক, প্রভাষিকা ও প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়।