ঢাকাবৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করা হচ্ছে

আবিদ আহমেদ বাঁধন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
জানুয়ারি ৭, ২০২১ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

শীতকাল এলেই সারাদেশে বিভিন্ন উপায়ে মধু সংগ্রহের ধুম পড়ে যায়। তেমনি টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ সরিষা ক্ষেত থেকেও মধু সংগ্রহ করা হচ্ছে। আর ব্যবসায়ীরা সেই মধু আহরণ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন।

সম্প্রতি টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গিয়ে দেখা যায়, মধু আহরণকারীরা সবাই ব্যস্ত। কেউ বাক্স থেকে মধু বের করছেন, আবার কেউ কেউ বাক্স ঠিক করে দিচ্ছেন, কেউবা ড্রামে মধু ভরছেন। এর মধ্যে ক্রেতারা এসে মধু কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি কেজি মধু ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি করছেন তাঁরা।

এখন সরিষার ফুল থেকে চলছে মধু আহরণ। মধু আহরণের জন্য স্থানীয় লোকজনের পাশাপাশি দিনাজপুর, সাতক্ষীরা, মাগুরা, নাটোরসহ বিভিন্ন স্থান থেকে মৌখামারিরা আস্তানা গেড়েছেন এখানে। মৌচাষি হায়দার আলী বলেন, এবার সরিষার ফলন ভালো হওয়ায় এ অঞ্চলে মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সরিষাক্ষেতে এ বছর প্রায় ৩১৫০টি মৌবাক্স স্থাপন করা হয়েছে। চলতি মৌসুমে এখান থেকে প্রায় ৪০ হাজার কেজি মধু আহরণ হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।