শীতকাল এলেই সারাদেশে বিভিন্ন উপায়ে মধু সংগ্রহের ধুম পড়ে যায়। তেমনি টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ সরিষা ক্ষেত থেকেও মধু সংগ্রহ করা হচ্ছে। আর ব্যবসায়ীরা সেই মধু আহরণ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন।
সম্প্রতি টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গিয়ে দেখা যায়, মধু আহরণকারীরা সবাই ব্যস্ত। কেউ বাক্স থেকে মধু বের করছেন, আবার কেউ কেউ বাক্স ঠিক করে দিচ্ছেন, কেউবা ড্রামে মধু ভরছেন। এর মধ্যে ক্রেতারা এসে মধু কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি কেজি মধু ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি করছেন তাঁরা।
এখন সরিষার ফুল থেকে চলছে মধু আহরণ। মধু আহরণের জন্য স্থানীয় লোকজনের পাশাপাশি দিনাজপুর, সাতক্ষীরা, মাগুরা, নাটোরসহ বিভিন্ন স্থান থেকে মৌখামারিরা আস্তানা গেড়েছেন এখানে। মৌচাষি হায়দার আলী বলেন, এবার সরিষার ফলন ভালো হওয়ায় এ অঞ্চলে মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সরিষাক্ষেতে এ বছর প্রায় ৩১৫০টি মৌবাক্স স্থাপন করা হয়েছে। চলতি মৌসুমে এখান থেকে প্রায় ৪০ হাজার কেজি মধু আহরণ হবে বলে আশা করা হচ্ছে।