টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ-
দীর্ঘমেয়াদী বন্যার পরও টাঙ্গাইলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষক।
টাঙ্গাইলের ১২টি উপজেলার আবাদের মাঠে এখন হলুদের সমারোহ। দেখলে চোখ জুড়িয়ে যায়। চারিদিকে সরিষা গাছের হলুদ ফুলের সমারোহ শোভা পাচ্ছে। মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ।
সরিষার ফুলে আকৃষ্ট মৌমাছি; তারা ব্যস্ত মধু আহরণে। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে ওঠেছে গোটা মাঠ। হলুদ রঙের চাঁদরে আবৃত টাঙ্গাইল জেলার সরিষা চাষিরা কাঙ্খিত ফলন পাওয়ার আশা করেছেন।
টাঙ্গাইলে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিকে যেন সবুজের ফাঁকে হলুদের সমাহার। মাঠের পর মাঠ হলুদ পরিপূর্ণ।
কখনো কখনো সরিষার ক্ষেতে বসছে পোকাখাদক বুলবুলি ও শালিকের ঝাঁক। শীতের কুয়াশাকে উপেক্ষা করে চাষিরা সরিষা ক্ষেতের পরিচর্যা করছেন। এখন সরিষা ঘরে তোলার অপেক্ষা করছেন কৃষকরা।
জেলায় গত বছর ৪১ হাজার ৭০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল। গত বছরের চেয়ে প্রায় ৪ হাজার হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ করা হয়েছে।
কৃষক ও কৃষি কর্মকর্তাদের আশা
কৃষকরা জানান, এবার সরিষা ক্ষেতে ভালো ফুল ফুটেছে বিধায় ভালো ফলনও আশা করা যায়।
প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন আশা করছেন কৃষকরা।