ঢাকাশুক্রবার , ৫ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৪ মার্চ) সকালে প্রেস ক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে টাঙ্গাইল জেলা প্রশাসক ড.আতাউল গণি এ প্রতিযোগিতার শুভ উদ্ভোদন করেন।

প্রতিযোগিতায় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে।প্রতিযোগী হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ দলের মোট ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রেস ক্লাব এর সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত সমকাল পত্রিকার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।