ঢাকাসোমবার , ১৪ ডিসেম্বর ২০২০
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল ডিসি লেক এর সামনে জমে উঠেছে শীতের কাপড়ের দোকান

আবিদ আহমেদ বাঁধন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
ডিসেম্বর ১৪, ২০২০ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল ডিসি লেক এর সামনে জমে উঠেছে ফুটপাতের শীতের কাপড়ের দোকান। ব্যবসায়ীরা বলেন এখানে কম টাকার ভিতরে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়।

এসব পোশাক বাহিরের দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসা হয় বলে ব্যবসায়ীরা আমাদের জানান সে পোশাক নিয়ে আসা হয় তারপর সেগুলো যাচাই বাছাই করে আলাদা আলাদা দামে বিক্রি করা হয়।

দাম কম হওয়াতে ক্রেতার সংখ্যা প্রতিনিয়ত বেশি থাকে। আমি এখানে এক ক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম। তারা বলেন আমরা অল্প টাকার ভিতরে ভালো মানের শীতের পোশাক কিনতে পারছি। এবং এ পোশাক গুলো বাসায় নিয়ে আমরা ওয়াশ করে পরিধান করি।

টাঙ্গাইল ডিসি লেক এর সামনে এক ফুটপাতের ব্যবসায়ী জানান, আমাদের এখানে ৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়। ব্যবসায়ীরা আরো বলেন আমাদের জন্য টাঙ্গাইলের ডিসি মহোদয় ভালো মানের জায়গা করে দিয়েছে। তাই মাননীয় ডিসি মহোদয় কে ধন্যবাদ জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।