টাঙ্গাইল ডিসি লেক এর সামনে জমে উঠেছে ফুটপাতের শীতের কাপড়ের দোকান। ব্যবসায়ীরা বলেন এখানে কম টাকার ভিতরে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়।
এসব পোশাক বাহিরের দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসা হয় বলে ব্যবসায়ীরা আমাদের জানান সে পোশাক নিয়ে আসা হয় তারপর সেগুলো যাচাই বাছাই করে আলাদা আলাদা দামে বিক্রি করা হয়।
দাম কম হওয়াতে ক্রেতার সংখ্যা প্রতিনিয়ত বেশি থাকে। আমি এখানে এক ক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম। তারা বলেন আমরা অল্প টাকার ভিতরে ভালো মানের শীতের পোশাক কিনতে পারছি। এবং এ পোশাক গুলো বাসায় নিয়ে আমরা ওয়াশ করে পরিধান করি।
টাঙ্গাইল ডিসি লেক এর সামনে এক ফুটপাতের ব্যবসায়ী জানান, আমাদের এখানে ৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়। ব্যবসায়ীরা আরো বলেন আমাদের জন্য টাঙ্গাইলের ডিসি মহোদয় ভালো মানের জায়গা করে দিয়েছে। তাই মাননীয় ডিসি মহোদয় কে ধন্যবাদ জানাই।