টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর। শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় একক প্রার্থী চূড়ান্ত করা হয়।
তিনি টাঙ্গাইল সদর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বাসিন্দা। সিরাজুল হক আলমগীর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আলহাজ হাফেজ রিয়াজ উদ্দিনের পুত্র। তিনি ১৯৭০ সনে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ সালে অর্থনীতিতে এবং ৮২ সালে ইসলামী ইতিহাস ও সংস্কৃতিতে এম.এ কৃতিত্বের সাথে শেষ করেন। বর্তমানে তিনি রাজনীতির পাশাপাশি ব্যবসা পরিচালনা করছেন।
টাঙ্গাইল সদর উপজেলাসহ জেলা আওয়ামী রাজনীতিতে রয়েছে তার ব্যাপক পরিচিতি।
তার মনোনয়ন চূরান্ত হওয়ার পর শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও মিছিল করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।