আজ কোভিড ১৯ নিয়ন্ত্রণে চলাচল নিষেধাজ্ঞার ৩য় দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড বাজার ও গড়েয়া রোডে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় তিনি নিত্য প্রয়োজনীয় দোকান বাদে অন্যান্য দোকানসমূহ বন্ধ করেন এবং নির্দেশ অমান্য করে খোলা রাখায় ২ জন দোকানদারকে অর্থদন্ড প্রদান করেন।এসময় মাস্ক বিহীন চলাচল করায় ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।এসময় পথচারীদের মাস্ক বিতরণ করেন।