মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে পুরো দেশ। এতে অসহায় হয়ে পড়েছে দেশের খেটে-খাওয়া দিনমজুর,অসহায় ও দুঃস্থ মানুষরা ও কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ । এমন সঙ্কটময় মুহুর্তে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নে ১০০০ কর্মহীন ও অসহায় পরিবার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ- দপ্তর সম্পাদক মোঃ সাহারিয়া মাহাবুব সাওন চৌধুরী। মঙ্গলবার (১১মে) সকাল ১০ ঘটিকা হতে ভূল্লী ডিগ্রি কলেজ মাঠে ও দুপুর হতে বালিয়া স্কুল মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীস দত্ত সমীর,বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকিউল আলম জুয়েল, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক তপন কুমার সেন। আরও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, সাওন চৌধুরী এই ঈদ উপহার সামগ্রী বিতরণ একটি মহৎকর্ম। এতে ঈদের আনন্দ সবাই মাঝে ছড়িয়ে পরবে, কোন ভেদাভেদ থাকবে না। ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক সাহারিয়া মাহাবুব সাওন চৌধুরী বলেন,মহামারী করোনা ভাইরাস এর সংক্রামনে দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে তাই আমি সবসময় গরীব ও অসহায় দুস্থ মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ