মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ
রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা
(ডিবি) কর্তৃক বিপুল পরিমান ভেজাল প্রসাধনী সামগ্রী ও প্রসাধনী তৈরীর উপকরণসহ চারজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৩/১২/২১ তারিখ বেলা অনুমান ৪:৩০ ঘটিকার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর সম্মানিত পুলিশ জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে ডিবির ইন্সপেক্টর রুহুল আমিনসহ সংগীয় টিম দূর্গাপুর থানাধীন দূর্গাপুর বাজারস্থ এক বাসা হতে ভেজাল কসমেটিক্স সামগ্রী ও কসমেটিক্স সামগ্রী তৈরীর যন্ত্রপাতি এবং কেমিকেলসহ আসামী ১। নূর মোহাম্মদ (৩০), পিতা- মোঃ মৃত নাদের আলী
২। মোঃ মোস্তাকিন (২০)
৩। মোঃ রোস্তম আলী উভয় পিতা- মোঃ ছাদের আলী ৪। মোঃ বিপ্লব হোসেন (২৪), পিতা- মোঃ আশরাফ আলী সর্ব সাং বাশপুকুরিয়া , থানা- বেলপুকুর, রাজশাহী মহানগরদেরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাববাদে তারা জানায় দীর্ঘদিন ধরে তারা নকল প্রসাধনী সামগ্রী প্রস্তুত করে ঢাকার চকবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে প্রতারিত করে আসছে। আসামীদের বিরুদ্ধে দুর্গাপুর থামায় মামলা রুজু করা হয়েছে। ।
বিষয়টি নিশ্চিত করেছেন
মো: ইফতেখায়ের আলম,
অতিরিক্ত পুলিশ সুপার ( সদর)