ঢাকাবুধবার , ১০ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ 

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার (নীলফামারী)
ফেব্রুয়ারি ১০, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডিমলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিজিডি কর্মসূচী ২০২১-২২ চক্রের উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের ৪ নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

এসময় ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম (লিথন)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়।

বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবি রানি রায়, ইউ.পি সদস্য মোঃ জুয়েল হোসেন রব্বু, মোঃ মকবুল হোসেন, মোঃ আবু সাঈয়েদ, আবুল কালাম সহ সকল উপকারভোগী উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় বলেন, “যেখানেই মাদক বিক্রেতা এবং মাদকাসক্ত দেখবেন, আমাকে ফোন দেবেন । সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক নির্মূলে আপনাদের ভূমিকা অপরিসীম”।

এসময় ৪ নং খগাখড়িবাড়ী ইউনিয়নে ৩১০ জন ভিজিডি সুবিধাভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়। এছাড়া নীলফামারী জেলায় ভিজিডি সুবিধাভোগীর সংখ্যা মোট ১৯০৯২ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।