নীলফামারী জেলার ডিমলা উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬-মার্চ) দুপুরে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চত্তরে টিউবওয়েল বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ সরবরাহ করা হয়েছে।
জানা গেছে ২০১৮/২০১৯ অর্থ বছরের অনুমোদিত এডিপি সাধারণ বরাদ্দের ৪৫ ও ৪৮ নং প্রকল্পের অর্থে টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, পূর্ব ছাতনাই ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের হত দারিদ্রের মাঝে টিউবওয়েল ও ব্রেঞ্চ সরবরাহের আয়োজন করেছে জেলা পরিষদ নীলফামারী।
এসময় ৪ টি ইউনিয়নের ৫৬ টি পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৫৬ টি টিউবওয়েলসহ সরঞ্জাম ও ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ জোড়া ব্রেঞ্চ সরবরাহ করে।
বিতরণকার্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা পরিষদ সচিব জয়নুল আবেদীন পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রভাষক, আব্দুল লতিফ খান, জেলা পরিষদ ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন খান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, লেভার শ্রমিক নেতা সাঈদ উর রহমান বিপ্লব প্রমুখ।
৮ প্রতিষ্ঠানের মধ্যে জনতা ডিগ্রী কলেজ ৪০ জোড়া, মেরিট কেয়ার একাডেমী ১০ জোড়া, সিমান্ত শিশু নিকেতন ৫ জোড়া ,ছাতনাই বারবিশা দাখিল মাদ্রাসা ১০ জোড়া, উত্তর নাউতারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ৫ জোড়া, এ্যরাবিয়ান স্কুল এন্ড কলেজ ১৫ জোড়া, ছাতনাই উচ্চ বিদ্যালয় ৫ জোড়া, জটুয়াখাতা উচ্চ বিদ্যালয় ১০ জোড়া।