নীলফামারীর ডিমলায় হিমালয়ের পাদদেশে ঘেষা তিস্তা নদীর ডান তীরে অবস্থিত পূর্বছাতনাই ইউনিয়নে বসবাসরত চরবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় মঙ্গলবার (৯-ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার ১০নং পুর্ব ছাতনাই ইউনিয়নের ১ থেকে ৩ নং ওয়ার্ড ঝাড়সিংহেশর গ্রামে ৫শত অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপকার ভোগীদের উপস্থিতিতে বিতরণ অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ কুরবান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন, পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ খান। অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন চ্যানেল আই, নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ আনারুল হক প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়ন পরিষদের সকাল ইউপি সদস্য-সদস্যা, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।