নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবকদের ১ টাকার ইফতার ইভেন্ট নিয়ে “১ দিয়ে ৩০ গড়ি” অনলাইন প্লাটফর্মের আসন্ন রমজান মাসে ধনী-গরিব নির্বিশেষে রাস্তাঘাটে চলাচলরত রোজাদারদেরকে বিনামূল্যে মাসব্যাপী ২য় বারের মতো ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। চলাচলরত যানবাহন যেমন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশার যাত্রীরাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবেন।
বুধবার (১৪- এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার তিস্তা ডিগ্রী কলেজ থেকে তিস্তা ব্যারেজ এলাকার অসহায়, দরিদ্র ও পথচারীদের মাঝে ইফতারের জন্য প্রায় ১ শত ৫০ টি প্যাকেট খিচুড়ি বিতরণ করে ইভেন্টের স্বেচ্ছাসেবকরা ।
রমজানে প্রতিদিন পথযাত্রী মানুষের মধ্যে ইফতার সরবরাহ কার্যক্রমটি চলমান থাকবে। যে কেউ ইফতার হিসেবে গ্রহণ করতে পারবে অথবা কেউ রাতের খাবার হিসেবেও গ্রহণ করতে পারবে। ইফতারের কার্যক্রমটি পুরো রমজান মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। তারা বিত্তবানদের সহযোগী কামনা করেন।সহযোগিতা পাঠাতে বিকাশঃ01738800932,নগদঃ01738800932,রকেট ঃ0173880093