ঢাকাশনিবার , ১২ ডিসেম্বর ২০২০
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বসে আওয়ামী লীগের প্রেসিডেন্ট – সেক্রেটারি মনোনয়ন বানিজ্যের চিন্তা

Agrajatra 24
ডিসেম্বর ১২, ২০২০ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ থেকেঃ-পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সুধী সমাবেশে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সমালোচনায় মুখর হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।শনিবার বিকেলে সুনামগঞ্জ আব্দুর জহুর সেতু সংলগ্ন হাউজে এষ্টেট ময়দানে সুধী সমাবেশে হাজারো সুধীজনের সামনে তিনি তার বক্তৃতা কালে বলেন,সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আন্দোলন হচ্ছে। আমাদের জেলাও আমাদের সব গুলো অঙ্গ সংগঠন প্রতিবাদ করছেন।

কিন্তু জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট – সেক্রেটারি নিরবতা পালন করছেন। তিনি বলেন, তারা ঢাকায় বসে মনোনয়ন বানিজ্যের চিন্তা করছেন। কোন প্রার্থী কত টাকা দিবেন, তা নিয়ে ব্যস্ত রয়েছেন। নুরুল হুদা মুকুট তার বক্তৃতা কালে আরও বলেন, এর আগেও তারা মনোনয়ন বানিজ্যের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন। সাদা গাড়ি কিনেছেন। তাই এমন প্রেসিডেন্ট – সেক্রেটারির অপসারণ চাই। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ আলী আমজদ, সহ সভাপতি এডঃ অবনী মোহন দাস,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ শামসুন্নাহার বেগম ( শাহানা রব্বানী) , জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আবুল কালাম, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা পরিষদের সদস্য হোসেন আলী,ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন।এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,দিরাই পৌর মেওর মোঃ মোশাররফ মিয়া,সাবেক সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,আওয়ামীলীগ নেতা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী জিয়াউল হক, পরিকল্পনা মন্ত্রীর এপি এস হাসনাত হোসাইন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাসক নুর হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।