ঢাকাবুধবার , ৩ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কলেজের ৭৪ তম নতুন অধ্যক্ষ হলেন প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার

মুহাজির রহমান মিঠু:
ফেব্রুয়ারি ৩, ২০২১ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

আজ ৩ ফেব্রুয়ারি বুধবার দেশের সুনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের ৭৪তম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার৷

নবনিযুক্ত এই অধ্যক্ষ আজ বিকেলেই যোগদান করে ঢাকা কলেজে তার যোগ্য আসনে, এর আগে ফেব্রুয়ারির ২ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়৷

নবনিযুক্ত অধ্যক্ষ বলেন, ঢাকা কলেজ দেশের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান ৷ আমি এর আগে এই কলেজে শিক্ষকতা করেছি, এমন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় এক গুরুত্বপূর্ন দায়িত্ব নিতে যাচ্ছি। কলেজটির ঐতিহ্য ফিরিয়ে আনব, এছাড়া একাডেমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো ৷

প্রফেসর সেলিম অষ্টম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা, এর আগে তিনি বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার আগে তিনি কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।