তানভীর আশরাফ ভূইয়া,স্টাফ রিপোর্টারঃ
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ব্লাড দেন সংগঠনটির সদস্য সদস্যরা।
২৫ মার্চ কালো রাত্রের শহীদদের স্মরণে সন্ধ্যা ৭টা ১ মিনিটের সময় একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার ১৬ জন রক্তযোদ্ধা ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রক্ত দান করেন।
এসময় উপস্থিত ছিলেন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা মোঃ মহসিন ইসলাম ও উপদেষ্টা মোঃ গোলাম সাদেক, মোঃ আরিফুর রহমান সুমন, সভাপতি মোঃ সোহেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ গোলাম শহিদুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় সাধারণ সম্পাদক মোঃ গোলাম শহিদুল ইসলাম বলেন ২৫ মার্চ কালো রাত্রের শহীদদের স্মরণে সারা বাংলাদেশ থেকে ২৫ জন্য স্বেচ্ছাসেবী ভাই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অংশগ্রহণ করেন তার মাঝে একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার ১৬ জন স্বেচ্ছাসেবী ভাই রক্তদান করেন। ইনশাআল্লাহ আমরা সবসময় মানবতার পাশে আছি এবং থাকব।