টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেএকটি মিনি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার মটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন উত্তরবঙ্গ থেকে সবজি ভর্তি একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল।
ধারণা করা হচ্ছে ট্রাক চালক ঘুমিয়ে পড়েছিল। এ সময় ট্রাকটি খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ঘটনাস্থলেই নিহত হয়।
ট্রাক চালকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। ট্রাক চালকের লাশটি পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় চালকের সহকারী আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।