ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোররাত থেকেই থেমে থেমে চলছে যানবাহন। এতে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি ) ভোররাত থেকে মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করায় কয়েক স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। এতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো সেতু পার হয়ে ভুঞাপুর দিয়ে ঘুরে মহাসড়কের এলেঙ্গা গিয়ে আবার ঢাকায় দিকে যাচ্ছে।
আব্দুর রহমান নামের একজন যাত্রী জানান, টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতুতে যাওয়ার জন্য গাড়িতে সকাল ৯টায় রওনা হয়েছে। আধাঘণ্টা হলো গাড়ি মহাসড়কের পুংল এলাকায় ঠায় দাঁড়িয়ে আছে।
বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা আর মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পরপর দুটি দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোররাত হতেই মহাসড়কে যানবাহন থেমে থেমে চলছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ূবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। ফলে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তবে ঢাকাগামী লেনে পরিবহন চলাচল করলেও উত্তরবঙ্গগামী লেনে পরিবহন সে তুলনায় আগাচ্ছে না।