অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
প্রমোশনের দাবিতে অনশনে ৭ কলেজের শিক্ষার্থীরা তিন বিষয়ে প্রমোশনের দাবিতে অনশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষে ১মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করার কথা থাকলেও ৯মাস পর রেজাল্ট প্রকাশ করে তাদের গণহারে অকৃতকার্য করছে।
আজ রবিবার ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে পুরান ঢাকায় অবস্থিত কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের গেট অবরোধ করে বিক্ষোভ মিছিল কর্মসূচি এবং অনশন করছেন এসব শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনের মুখপাত্র মাসুদ রানা বলেন, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সাতদিনের মধ্যে আমাদের তিন বিষয়ে প্রমোটের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ১৩ দিন পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
আজকের মধ্যেই তিন বিষয়ে প্রমোশনের সিদ্ধান্ত না নেওয়া হলে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা।
কবি নজরুল কলেজের শিক্ষার্থী আতিক হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এক বছর পর ফলাফল প্রকাশ করেছে। আমাদের ইংরেজি বিভাগে ২০০ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৯ জন, বাকি সবাই ফেল।
ইডেন কলেজের শিক্ষার্থী তামান্না নাসরিন জানান, ২০১৭-১৮ সেশনে ভর্তি হয়েও এখনো প্রথম বর্ষ শেষ হয়নি। ভালো পরীক্ষা দিয়েও গণহারে ফেল।
এ ব্যাপারে সাত কলেজের ফোকাল পয়েন্ট ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সাথে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা