রিপোর্টঃ সুজন তালুকদার –
সুনামগঞ্জের জেলা পুলিশ সুপারের নিকট মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবিতে লিখিত আবেদন করেছেন ছাতক থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এক মামলার বাদী আফরুজ আলী। আবেদনে তিনি উল্লেখ করেন নানান ভোগান্তির পর ঘটনার ১২ দিন পর মামলা রুজু হয়। কিন্ত মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক জবা রাণী দেব মামলা রুজুর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও ভুক্তভোগীর স্বাক্ষ্য গ্রহণ কিংবা সমস্যা জিজ্ঞেস কোনটিই করেন নি। এরই প্রেক্ষিতে অভিজ্ঞ একজন তদন্ত কর্মকর্তা চেয়ে ছাতক থানার ওসির মাধ্যমে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে গত ২৯/০১/২০২২ইং তারিখে এ আবেদন করেছেন বাদী আফরুজ আলী।