নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৩নং তেলিখাল ইউনিয়নের দলওইরগাও গ্রামের বাসিন্দা তরুণ সমাজ সেবক, কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের (ঐক্য) বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য পাবেল আহমেদ দেশবাসীকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় পত্রিকা অগ্রযাত্রার স্টাফ রিপোর্টার নোমান আহমেদ,কে প্রেরিত এক বার্তায় দেশবাসীকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানানোর ইচ্ছে পোষন করেন।
পাবেল আহমেদ বলেন আমার পক্ষ থেকে সমস্ত মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন,, ঈদ মোবারক,,।তিনি অনুরোধ করেন বর্তমান করুনাকালীন সময়ে সবাই মাস্ক ব্যবহার নিশ্চিত করে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈদের নামাজে যেতে।নিজের জীবন ও পরিবারের অন্যান্যদের কথা চিন্তে করে হলেও আমরা সবাই যেনো কুলাকুলি ও হাত মেলানো থেকে বিরত থাকি।
তিনি আরো বলেন দীর্ঘ একটি মাস রহমতের ১০ দিন,মাগফেরাতের ১০দিন,নাজাতের ১০দিন মুমিন বান্দা, বান্দীগন সোবহে সাদীক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে মুক্ত থাকে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমি মহান পাক রাব্বুল আলামিনের দরবারে আরজ গোঁজার করছি আরশের অধিপতি যেনো সকল মুসলমানদের সিয়াম সাধনাকে কবুল করে অতিতের সকল পাপ,গ্লানিকে মাফ করে সুন্দর ও সলীল জীবন দান করেন এবং পরকালে আরশের ছায়ায় ঠাই দেন।
সবশেষে তার জন্য সকল মুসলমানদের নিকট দোয়া কামনা করেন।