স্টাফ রিপোর্টারঃ
তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের মহান বিজয় দিবস পালন করেছে। ১৬ ডিসেম্বর রাতে তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাব কার্যলয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরপিএমপি মোঃ আলতাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিক প্যানেল মেয়র-১ ও ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুল হক, তাজহাট মেট্রোপলিটন থানার তদন্ত কর্মকর্তা রবিউল ইসলাম, ২৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটু, ১৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শাহীন।
তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের আহবায়ক এস এম জাকির হুসেইন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রশিদ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক আলামিন, আশরাফুল, জলিল, মনিরুজ্জামান, আশিক, আজাদ, সুমনসহ প্রমূখ। কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে, অতিথি বরণ, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সর্বশেষ বিশেষ দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।