রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুই ট্রাকের সংঘর্ষে আবারও ১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকাল প্রায় ৪টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সরেজমিনে গিয়ে দেখা গেছে, সৈয়পুরগামী একটি মালবাহী পিকআপ রংপুরগামী একটি ট্রাকের সামনের দিকে ধাক্কা দিলে এঘটনা ঘটে। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীগণ ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় পিকআপ চালককে উদ্ধার করে নিকটস্থ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি রংপুর-দিনাজপুর মহাসড়কের বেলতলীতে রাস্তার মাঝামাঝি ঘটায় প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাইওয়ে থানার ওসি নুরন্নবী জানান, নিহত ওই চালক পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার ময়নাকুড়ি গ্রামের আনারুল ইসলামের ছেলে মুন্না ইসলাম বাবু (৪৫)। নিহতের লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে