- স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের অন্তর্গত আল্লামা আব্দুল জব্বার দারুল উলুম কাওমি মাদ্রাসার দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ পোস্টার ছিরে ক্ষতবিক্ষত।
জানা যায়,গত ১৬ই ডিসেম্বরের আগমুহূর্তে তাহিরপুরের বিভিন্ন এলাকায় এই পোস্টার লাগানো হয়। তারি ধারাবাহিকতায় আল্লামা আব্দুল জব্বার দারুল উলুম কাওমি মাদ্রাসার দেয়ালে পোস্টার লাগানো হয় । কে বা কারা বঙ্গবন্ধু কে অপমান করে এই পোস্টার গুলো ছিড়ে ফেলেছে।
তবে স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধুর ছবি এভাবে ছিড়ে নষ্ট করাটা ঠিক হয়নি। সুষ্ঠু তদন্ত করা হউক। আমারা এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।
এবিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ফোন নাম্বার সুইচ অফ থাকায় উনার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।