ঢাকাশনিবার , ১৬ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিনবিঘা এক্সপ্রেস ট্রেনের চালুর দাবীতে মানববন্ধন

মোঃবাদশা মিয়া- লালমনিরহাট প্রতিনিধি।
জানুয়ারি ১৬, ২০২১ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে আজ শনিবার (১৬ জানুয়ারী) সকালে লালমনিরহাট মিশন মোড় গোল চত্বরে মানববন্ধন ও গনস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়।

সুজন- সুশাসনের জন্য নাগরিক, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, নদী বাঁচাও আন্দোলন, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা ও সামাজিক সংগঠন পথ-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও গণ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন জেলা সভাপতি গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু, সহ-সভাপতি আব্দুস সালাম বকুল, নাট্যকার মাখন লাল দাস, এ্যাড.আঞ্জুমান আরা শাপলা, সাংবাদিক আব্দুর রব সুজন, আহমেদুর রহমান মুকুল, আশিকুর রহমান ডিফেন্স,মোয়াজ্জেম হোসেন, মাওলানা আইয়ুব আলী,মাওলানা আতিকুর রহমান, সমাজ কর্মি নিশি কান্ত রায়, বিশ্বনাথ রায়, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন সামাজিক সংগঠন পথ এর সভাপতি মৃদুল হাবীব প্রমুখ।

বক্তাগণ অবিলম্বে তিস্তা নদী সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন ও ২০১১ সালের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি তিন বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।