সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন জালালপুরে পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত যমজ দুই শিশু শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলে রাহিম ও মেয়ে ফাইজা। তাদের বয়স দুই বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার আসরের নামাজের পর রাহিম ও ফাইজা বাড়ির উঠোনে খেলা করছিল। কিন্তু আধা ঘণ্টা পর শিশুদেরকে উঠোনে না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে সন্ধ্যার সময় দুই শিশুর মৃতদেহ পুকুরের পানিতে দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
এই যমজ দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবাসহ পরিবারের সদস্যরা বার বার মূর্ছা যাচ্ছেন।