চুয়াডাঙ্গা প্রতিনিধি :
মিল বন্ধের আশঙ্কা মাথায় নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরুজ চিনিকলের ২০২০~২০২১ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে কেরুজ কেইন কেরিয়ার প্রাঙ্গনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেরুজ চিনিকলের ব্যবস্থাপক আবু সাঈদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা~১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, করোনাকে মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষন নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন দেশের কিছু কাঠ মোল্লা নানান বাহানায় দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা শুরু করেছে। আপনারা ওই সমস্ত কাঠ মোল্লাদের থেকে সাবধান থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা~২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, অতিরিক্ত পুলিশ সুপার ( হেড কোয়াটার) কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কেরুজ শ্রমিক~কর্মচারি ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, আখচাষি কল্যান সংস্থার সভাপতি আব্দুল হান্নান।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে বলেন, দেশের ১৫ টি চিনিকলের মধ্যে ইতোমধ্যেই ৬ টি চিনিকল হয়ে গেছে। যে ৯টি চালু আছে সেগুলো যেন বন্ধ করা না হয়।
আলোচনা শেষে বিকেল সাড়ে ৪ টার দিকে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মিলের মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।