চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।সকালে দর্শনা বাসস্ট্যান্ড থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় সড়কের পাশে গড়ে তোলা পাকা ও আধা পাকা সব স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়। সড়কের দু’ধারের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
অভিযানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগর, দামুড়হুদার উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।