নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা জেলার দাকোপ থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযনের অংশ হিসেবে গত ০১/০৩/২০২১ তারিখ একাধিক মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুশীল আচারী কে ১৪ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে দাকোপ থানা পুলিশের চৌকস টিম।
থানা পুলিশ সুত্রে জানাযায়,পুলিশ সুপার খুলনা এর তত্ত্বাবধানে দাকোপ থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী ও ইন্সঃ(তদন্ত) এর নেতৃত্বে এস আই হালিম,এস আই হাফিজ,এ এস আই রবিউল এবং এ এস আই বাসার ও সংঙ্গীয় ফোর্স সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুশীল আচারি(৪৮),পিতা-মৃত বিনোদ আচারী,সাং-আচাঁভুয়া,থানা-দাকোপ, জেলা – খুলনা কে ১৪ পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করে অদ্য ০২/০৩/২০২১ তারিখ আসামীর বিরুদ্ধে নিয়োমিত মামলা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
দাকোপ থানা পুলিশ আরো জানায় ইতিপূর্বে তার বিরুদ্ধে মাদক ও চুরি সহ ০৬ টি মামলা চলমান। মাদক সহ যে কোনো অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে দাকোপ থানা পুলিশের অভিযান সবসময় অব্যাহত থাকবে।