রিপোর্টঃ মেহেদী হাসান অর্নব –
রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোডস্থ রয়েল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১ টি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে র্যাব -৪ এর একটি আভিযানিক দল। ২২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। র্যাব-৪ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান ও বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের ইন্সপেক্টর নারগিজ সুলতানা লিজার সহযোগিতায় পরিচালিত এ অভিযানে তক্ষক পাচারকারী চক্রের ৭ সদস্য আটক হয়। পরে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে আটককৃতদের কারাদণ্ড ও জরিমানা করা হয়। পরবর্তীতে বন্যপ্রাণী নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে উদ্ধারকৃত তক্ষকটি মিরপুর বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।