প্রায় দীর্ঘ দুই যুগ পর আবার নতুন রুপে নতুন সাজে এবার
চালু হতে যাচ্ছে আরিচা টু কাজীরহাট ফেরি সার্ভিস। সেই উপলক্ষে আজ ০২ ফেব্রুয়ারি মঙ্গলবার পরীক্ষামূলক ভাবে আরিচা ০৩ নং ফেরিঘাট হতে কাজির হাট ফেরিঘাটের উদ্দেশ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিটি আরিচা হতে কাজিরহাটের উদ্দেশ্যে রওয়ানা করে।
এবার মিশন ১৪ কোটি টাকায় দীর্ঘ দুই যুগ পর আগামীকাল (বুধবার) থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হচ্ছে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল।। যমুনা নদীতে ব্যপক নাব্যতা থাকার পরও কতৃপক্ষের এই প্রচেষ্টা কতটুকু সফলতা পাবে তা নিয়ে সংশয় স্থানীয়দের, কতৃপক্ষের দাবি সফলতা আসবে সেরকম উদ্বেগ নেওয়া হবে।