জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ২নং কিশমত গনকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ উদ্দিনের উদ্যোগে উপজেলা পরিষদে কেক কাটা ও বঙ্গবন্ধু প্রতীকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২নং কিশমত গনকৈড় ইউনিয়নের নিজ গ্রাম কয়ামাজমপুর হতে ১০০ মটর সাইকেল যোগে উপজেলা চত্বরে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা দেন।
আরো জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
আরো উপস্থিত ছিলেন,দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন মৃধা।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী।
২নং কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, তাহেরপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,দূর্গাপুর উপজেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক,কারানির্যাতিত নেতা মোঃ ফিরোজ উদ্দিন সাথে উপস্থিত ছিলেন,
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বেলাল হোসেন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী। ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিন্টু রহমান। ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি শামসুদ্দিন মোল্লা।
জিএমবি দ্বারা নির্যাতিত মৃত আজাহার আলী মেম্বারের বড় ছেলে তাহেরপুর কলেজ এর সাবেক ছাত্রলীগ নেতা গোলজার হোসেন হিটলার সহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।