মোঃ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জারুলিয়াছড়িতে ইমাম ছাটাই কে কেন্দ্র করে সমাজে দুই পক্ষের টান টান উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন ধরে এলাকার ছোট বড় সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন স্থানীয় মাওলানা মাহবুবুর রহমান। হঠাৎ করে একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিনের এই হুজুর কে তাড়াতে মরিয়া হয়ে উঠলে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।মহলটি তাদের স্বার্থ আদায়ে পরিচালনা কমিটির অনুপস্থিতিতে স্থানীয় হুজুর কে ছাটাই করে বহিরাগত এক রোহিঙ্গা হুজুর কে নিয়োগ দিলে এলাকায় এ উত্তেজনা দেখা দেয়। নাম প্রকাশের অনিচ্ছুক অনেকে জানান জারুলিয়াছড়ি এলাকার বিপুল পরিমাণ ইয়াবা ও স্বর্ণের বার সহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া মহিলা ইয়াবা ব্যাবসায়ী মাহমুদা বেগমের নিকট আত্নীয় মৌলানা সেলিম উল্লাহ কে নিয়োগ দেওয়াই এটিকে ভিন্ন চোখে দেখছেন তারা। স্বদ্ধ নিয়োগ প্রাপ্ত সেলিম উল্লাহ একজন রোহিঙ্গা নাগরিক। সে কক্সবাজার সদর উপজেলার নাপিতখালি ইউনিয়নের ভিলিজার পাড়ার ঠিকানায় ভোটার হয়ে ভুয়া সনদে নিয়োগের আবেদন করেছেন বলে জানান অনেকে। সচেতন মহলের দাবি সে একজন চিহ্নিত রোহিঙ্গা নাগরিক।তাই ভিন্য স্থানে ভোটার হয়েছে। সে কিভাবে ভোটার হলো তা ক্ষতিয়ে দেখতে প্রশাসনের সুদৃস্টি কামনা করেন। তারা আরও জানান চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ীর নিকট আত্নীয় রোহিঙ্গা মৌলানা সেলিম এই এলাকায় বসবাস করলেই ইয়াবা ব্যাবসায়ীদের আশ্রয় ও পশ্রয়ের সম্ভাবনা রয়েছে। অপরদিকে মাওলানা সেলিমের ভোটারের বিষয়টি জানতে নাপিতখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম এর সাথে যোগাযোগ করলে তিনি আপাতত তাকে চিনেন বলে জানান এবং পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানাবেন বলে জানান।বিদায়ী ইমাম মাহবুবুর রহমানের বিষয়টি জানতে চাইলে তিনি জানান কয়েক মাস ধরে দেশের নিষিদ্ব্য ইয়াবা ও শুধের বিরুদ্ধে আলোচনা করাই হয়তো একটি মহল আমার উপর অসন্তুষ্ট। দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব উল্লাহ কে বিষয়টি অবগত করিলে তিনি বলেন একটি মহল হক্ব কথাই বিশপুরা মনে করেন। আর বিষয়টি সম্পুর্ণ সামাজিক দায়িত্ব। তারপরেও শতবছরের একতা সমাজ একতা রাখতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই বিষয়ে জানতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আয়াছ কে একাধিক বার ফোন করেও সংযোগ না পাওয়াই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।