মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আগামী ২৭ মার্চ ত্রি – বার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার (১৩ মার্চ) সকাল ১১ টার দিকে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন ও সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম পলাশ। সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ সুয়েব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু মনীন্দ্র চন্দ্র তালুকদার,
ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এডঃ ইকরাম হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির সদস্য তানভীর কবীর,আরমান চৌধুরী, মোশফিকুর রহমান চৌধুরী সোহাগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। বক্তারা আগামী ২৭ তারিখের ত্রি – বার্ষিক সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।