মোঃ মোশফিকুর রহমান স্বপন,
সুনামগঞ্জ থেকে-
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ডাঃ রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্টাকল্পে সার্বিক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দশধরী গ্রামে বাগান বাড়িতে নব প্রতিষ্ঠিত বিদ্যালয়টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিক চৌধুরী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার পাল,প্রধান আলোচক ছিলেন গোলাম জিলানী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সিরাজুল ইসলাম তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সমাজ সেবক আবদুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ধর্মপাশা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, প্রবীণ সাংবাদিক শফিকুল ইসলাম, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটি এম নাজমুল হক, মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন দশধরী গ্রামের জামে মসজিদের ইমাম আজিজুর রহমান, গীতা পাঠ করেন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্র চন্দ্র সরকার।