নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে । সোমবার ( ২০ ডিসেম্বর ) দুপুর ১ঃ৩০মিনিটের দিকে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চকরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত দ্বীপু ইসলাম বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার ইয়াড কলোনির সাইফুল ইসলামের ছেলে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহিনুর রহমান বলেন ,সকালে নিজ বাড়ী থেকে মটরসাইকে নিয়ে ইলেকট্রিক কাজের জন্য মান্দা উপজেলার জোঁকাহাট-দাসপাড়ার দক্ষিণে চকরামপুর আসছিলেন দ্বীপু ইসলাম।
পথে জোঁকাহাটের দক্ষিণে দাসপাড়া-ফতেপুর সড়কের পাশে কাজীমদ্দিন চেয়ারম্যানের ইটভাটার উত্তর পশ্চিমে ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দ্বীপু ইসলাম নিহত হয় এবং চকরামপুর গ্রামের সাহেব আলীর ছেলে সামসুর রহমান (৪০) নামে আরেকজন মারাত্মকভাবে আহত হন।
পরবর্তীতে থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগীতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান জানান ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমজাদ হোসেন রাজশাহী