নওগাঁর সাপাহারে অনুমোদন বিহীন গুঁড়া দুধ বিক্রয়ের দায়ে শাহিনুর রহমান নামে এক অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও ৪ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন।
বুধবার বিকেলে সদরের একটি গোডাউন হতে নজরুল ইসলামের ছেলে শাহিনুর রহমান অনুমোদন বিহীন গুঁড়া দুধ বিভিন্ন দোকানে পাইকারী বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় গোডাউনে বিপুল পরিমাণ অনুমোদন বিহীন গুঁড়া দুধ হাতে নাতে পাওয়া যায়।
অনুমোদনবিহীন গুড়া দুধ বিক্রির অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ৪ লাখ টাকার মালামাল জব্দ করার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।