নওগাঁর সাপাহারে মাদক সহ জিয়াউর রহমান (৩২) নামে এক যুবককে আটক করেছে সাপাহার থানা পুলিশ। আটককৃত জিয়াউর রহমান উপজেলার মরাপুকুর এলাকার আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকায় মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জিয়াউর রহমানকে আটক করা হয়।
পরে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।