ঢাকাবুধবার , ২৪ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীনের দাফন সস্পন্ন

নাসির হায়দার নওগাঁ প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীনের দাফন সস্পন্ন হয়েছে।

অসুস্থতাজনিত কারণে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর।

আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার তাঁতইর পাইকুড়ডাঙ্গা গ্রামে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের নের্তৃত্বে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অর্নার প্রদান করেন উপস্থিত জনতা মরহুমকে সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী, গণমাধম্যকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাজায় অংশ নেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও তাঁদের পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।