ঢাকামঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

নতুন সচিব নিয়োগ নির্বাচন কমিশন সচিবালয়ে

রিপোর্টঃ- আলিফ আহমেদ
জানুয়ারি ২৬, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার-

রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিব করা হয়েছে। একইসঙ্গে অবসর দেওয়ার সুবিধার্থে ইসির সচিব হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া সিনিয়র সচিব মো. আলমগীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সরকারের সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের পৃথক আদেশে নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীরকে (সিনিয়র সচিব) অবসর নেওয়ায় জনপ্রশাসনে ওএসডি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।