নরসিংদী জেলার বেলাবতে গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে রায়হান(২৪) নামে এক কাঠুরের মৃত্যু হয়েছে।
আজ ০১/০২/২১(সোমবার) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রায়হান চর উজিলাব ইউনিয়নের চর উজিলাব পূর্ব পাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়হান, মাঝেমধ্যে কাঠুরের কাজ করেন। তিনি চুক্তিতে মানুষের বাড়ির গাছ কেটে দেন। তিনি আজ দুপুরে উপজেলার চর উজিলাব গ্রামের খোকা মিয়ার বাড়িতে একটি আম গাছের ডাল কাটছিলেন। গাছ কাটা শেষ মূহুর্তে রায়হান দৌড় দেলে গাছটি তার মাথার উপর পড়ে।
সাথে সাথে স্থানীয়রা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রায়হানের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।