মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী থেকে মালিক বহীন ১৯৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর রাতে সদর ইউনিয়নের ফুলতলী এলাকার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কড়াই বাগানস্থ পানের বরোজ এর পাশ থেকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অধীনস্থ ফুলতলী বিজিবির বিওপি ক্যাম্পের নাঃ/সুবেদার মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে টহল দল কর্তৃক এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসময় বিজিবি’র
অভিযানের টের পেয়ে পালিয়ে যায় ইয়াবা পাচারকারীরা। বিজিবি সূত্রে পাওয়া খবরে জনা গেছে উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৫ পাঁচ লক্ষ উনাশি হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবা বিকালে নাইক্ষ্যংছড়ি থানায় জমা দেওয়া হয়।
সংবাদ প্রেরক-মোঃ ইউনুছ
মোবাইল নং ০১৮১৫৩৩৫০১৩
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।