ঢাকাসোমবার , ৮ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে বন্দুক যুদ্ধে ২ মাদক কারবারি নিহত,ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার

Agrajatra 24
ফেব্রুয়ারি ৮, ২০২১ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোহাম্মদ ইউনুছ, নাইক্ষংছড়ি:-
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিজিবি’র সঙ্গে বন্দুক যুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারী) ভোররাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলারের গর্জনবনিয়া এলাকায় এঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায় চোরাকারবারিরা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এরপর বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে ঘটনাস্থলে থেকে এক লাখ ইয়াবা, দুইটি অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পাওয়া যায়। নিহতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরোর ক্যাম্প-১ এর ডি ব্লকের বাসিন্দা ফোরকান মাহমুদের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৮) ও লম্বাশিয়া ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা হামজা মিয়ার ছেলে দীল মোহাম্মদ (২৫)। তাদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি গণমাধ্যমে সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুই বিজিবি সদস্যও আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা, দুইটি অস্ত্র ও কার্তুজ।
সংবাদ প্রেরক মোঃ ইউনুছ
মোবাইল নম্বর ০১৮১৫৩৩৫০১৩

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।