মোহাম্মদ ইউনুছ, নাইক্ষংছড়ি
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে রবার গাছের সাথে এ কেমন শত্রুতা! দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় ৪ একর রাবার বাগানের ১২ শতাধিক গাছ পুড়ে গেছে। এতে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেন বাগান মালিক মোঃ আজম ও মোঃ ইলিয়াস। ঘটনাটি ঘটেছে রবিবার ২৫ জানুয়ারি বিকাল ৩টার সময় বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চাইল্যাতলী এলাকার ভুমিহীন সমিতির রাবার বাগানে।
বাগান মালিক ভুমিহীন সমিতির সদস্য আবুতাহের, ইলিয়াস, ফারুক সহ অনেকেই এই প্রতিবেদক কে জানান, রবিবার পথচারীরা বাগানে আগুন দেখতে পেয়ে তাদের খবর দিলে স্থানীয় লোকজন ও বাগান মালিকদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এসময় প্রায় ১২ শত উৎপাদন যোগ্য রাবার গাছের চামড়া পুড়েগেছে। যার ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা হবে বলে ধারণা করেছেন।
বাগান মালিক মোঃ আজম ও ফারুক জানান, গত কিছু দিন যাবত তাদের সৃজিত রাবার বাগান নিয়ে ষড়যন্ত্র করেছে একটি প্রভাব শালী মহল। তাদের লোকজনকে ও ঐদিন দুপুরে বাগানের মধ্যে ঘোরাঘুরি করতে দেখেছে পথচারীরা। বাগান মালিকদের ধারনা হয়ত তারাই এঘটনা ঘটাতে পারে। কারন চক্রটি বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ও হয়রানি করে আসছে।
বিষয়টি সাথে সাথে স্থানীয় চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি কে তারা অবগত করেছেন বলে জানান।
তবে এখনো পর্যন্ত কোন ধরনে লিখিত অভিযোগ করেন নাই বলে ও জানান। উক্ত ঘটনায় ভুমিহীন সমিতির সদস্যরা আতংকে রয়েছেন এবং দ্রত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় লোকজন সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।